বক্সনগরে সড়ক দূর্ঘটনায় শিশুর মৃত্যু

185

আসিফ শেখ, নিউজ৩৯.নেট ♦ নবাবগঞ্জ উপজেলার বক্সনগরে রোববার সকাল ৮টা দিকে ইজিবাইকের ধাক্কায় শাহজাদা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শাহজাদা উপজেলার ছোট রাজপাড়া গ্রামের ইদ্রিসের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সকাল ৮টার দিকে বক্সনগর পুরাতন বাস স্ট্যান্ডে বাবার হোটেলে যাবার উদ্দেশ্যে রাস্তা পার হবার সময় একটি ইজি বাইক শাহজাদাকে ধাক্কা দেয়, ধাক্কায় শাহজাদা ছিটকে রাস্তায় পরলে তার মাথাসহ মুখমন্ডল থেতলে যায়। দূর্ঘটনায় শাহজাদার মাথা ফেটে মগজ বের হয়ে যায়। ইজি বাইকটি কোমরগঞ্জ থেকে নবাবগঞ্জ যাচ্ছিল।

দূর্ঘটনার পরপরই শাহজাদার বাবাসহ স্থানীয় জনতা তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রওনা দেয়। ঢাকা নেয়ার পথে শাহজাদার মৃত্যু হয়।

স্থানীয় উত্তেজিত জনতা সাময়িকভাবে রাস্তা বন্ধ করে দেয় এবং ইজিবাইকসহ চালক মো. শাহজাহানকে আটক করে। শাহজাহানের বাড়ি যন্ত্রাইল। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোনো মামলা দায়ের করা হয় নি।

আপনার মতামত দিন