স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ

523

ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতি কমিটি করেছে সংগঠনটি । শুক্রবার বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বৈঠকে এ কমিটি করা হয়।

এসময় স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তরের সম্মেলনের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মো. আবু কাওসার। পরে তিনি সাংবাদিকদের বলেন, বৈঠকে জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটি করা হয়েছে। প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনে সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহকে এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চুকে। এছাড়াও সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রত্যেকে প্রস্তুতি কমিটির সদস্য বলেও জানান তিনি।

আবু কাওসার বলেন, আগামী ১১ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে এবং ১২ নভেম্বর ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কৃষিবিদ ইন্সটিটিউশন, বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে অনুষ্ঠিত হবে।

১৬ নভেম্বর কেন্দ্রীয় সম্মেলন সফল করতে ২৬ অক্টোবর একটি বর্ধিত সভাও করা হবে।

আপনার মতামত দিন