সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশ চলছে

21
সোহরাওয়ার্দীতে তারুণ্যের সমাবেশ চলছে

‘তরুণ প্রজন্ম দেবো ভোট, রাজপথে বিজয় হোক’ স্লোগানে রাজধানীতে ‘তারুণ্যের সমাবেশ’ করছে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

শনিবার (২২ জুলাই) দুপুরে দলীয় সঙ্গীতের মধ্য দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে এই সমাবেশ। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জানা গেছে, এই সমাবেশে আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা দেবেন বিএনপি মহাসচিব। রাজধানীতে আয়োজিত এই সমাবেশ ঢাকার আশপাশের জেলা থেকে বিএনপির সহযোগী তিন সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।

নেতাদের অভিযোগ, সরকারি দল বিএনপির কর্মসূচিতে হামলা চালিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। ক্ষমতায় থাকার জন্য বিএনপির নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। সরকার পদত্যাগ না করা পর্যন্ত রাজপথেই থাকার কথা জানান বিএনপির নেতাকর্মীরা।
এদিকে, সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের চাপে ভেঙ্গে পড়েছে সমাবেশ মঞ্চ। তবে, এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানা গেছে।

আপনার মতামত দিন