আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১ সংসদীয় আসন থেকে ৫ জন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও জমা দেন ৪ জন। এরমধ্যে স্বতন্ত্র প্রার্থী ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শফিকুল ইসলাম সেন্টুর মনোনয়ন পত্র বাতিল হয়েছে। এছাড়া বাকি তিন জন আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মান্নান খান, জাতীয় পার্টির সালমা ইসলাম ও ওয়ার্কাস পার্টির করম আলীর মনোনয়ন পত্র গৃহিত হয়েছে। তবে শফিকুল ইসলাম সেন্টু এই রায়ের বিপরীতে আবেদন করতে পারবেন বলে জানিয়েছেন রির্টানিং অফিসার।
ঢাকা ১ আসনের ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এর মাঝে প্রত্যেক প্রার্থীকে মোট ভোটারের এক শতাংশ নির্বাচন অফিসে জমা দেন। কিন্তু ভোটার তালিকায় স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম সেন্টুর ভোটার তালিকায় একজন জাল ভোটার ও এক জন মৃত ভোটারের সাক্ষর থাকায় শফিকুল ইসলাম সেন্টুর প্রার্থীতা বাতিল করে নির্বাচন কমিশন। তবে এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন শফিকুল ইসলাম সেন্টু।