সুতারপাড়ায় আট বছরের শিশু ধর্ষণ, কিশোর গ্রেফতার

819
দোহারে শিশু ধর্ষন

গত বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ঢাকা জেলার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নে মধুরচর আশ্রয়ণ প্রকল্পে আট বছরের এক শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে।  এই শিশু ধর্ষনের ঘটনায় শিশুটির সোহেল হোসেন দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এই মামলার পরিপ্রেক্ষিতে ৫ সেপ্টেম্বর শনিবার ধর্ষক রাজু(১৬)কে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। ধর্ষক রাজু একই  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা আজাহারের ছেলে।

ধর্ষিতা শিশুটির বাবা সোহেল সংবাদ মাধ্যমকে জানায়,  তার মেয়ে ছোট বেলা থেকেই বুদ্ধি প্রতিবন্ধী। গত ৩ সেপ্টেম্বর সকাল ১১ টার দিকে প্রকৃতির ডাকে গেলে সুযোগ বুঝে রাজু টয়লেটের ভেতরে প্রবেশ করে শিশুটিকে ধর্ষণ করে। এসময় শিশুটির আত্মচিৎকারে পাশের প্রতিবেশিরা এগিয়ে আসলে ধর্ষক রাজু পালিয়ে যায়। ধর্ষক রাজুর সঠিক বিচারের দাবি জানান শিশুটির বাবা সোহেল।

এবিষয়ে দোহার থানা ওসি (তদন্ত) আরাফাত হোসেন জানান, ধর্ষিতা শিশুটির বাবা দোহার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের কারার পর আসামি রাজু কে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। শিশুটির মেডিকেল পরীক্ষার জন্য ঢাকা পাঠানো হবে।

আপনার মতামত দিন