“সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত”

211
"সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত"

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া ইউনিয়নের নবগঠিত আওয়ামী লীগের আহবায়ক কমিটির পরিচিতি সভা ও ৯নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ৭ নভেম্বর সুতারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক জনাব নাসির উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক ইবাদুল হক মিল্টনের সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ আলমগির হোসেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রতিটি কমিটিতে ত্যাগী নেতৃত্ব আনতে হবে। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে ও দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করার লক্ষে সকলকে এক সাথে কাজ করতে হবে। এ সময় ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব আব্দুল আলিম কে সভাপতি এবং বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ মনির হোসেন কে সাধারন সম্পাদক করে ৯নং ওয়ার্ডের আংশিক কমিটি ঘোষণা করা হয়। খুব তাড়াতাড়ি পূর্নাংঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান আহবায়ক নাসির উদ্দিন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব ফজলুল হক, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব নজরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক আলী আহসান খোকন শিকদার, বাংলাদেশ আওয়ামী মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, ঢাকা জেলা (দক্ষিণ) ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সহ সম্পাদক শরিফ হাসান সহ আরও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন