সালমানের নির্বাচনী কার্যক্রম শুরুঃ নির্বাচনী উত্তাপে দোহার নবাবগঞ্জ

391

আছিফুর রহমান,নিউজ৩৯ঃ ৭ নভেম্বর ২০১৮, বুধবার,সকাল ১০টায় সালমান এফ রহমানের নিজ বাসবভন শাইনপুকর গ্রাম থেকে ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী মতবিনিময় সভা শুরু হবে। এটি আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারের জনমত গঠনের শুরু। পর্যায়ক্রমে একেকদিন একটি ইউনিয়ন কে কেন্দ্র করে সারাদিন ব্যাপী প্রচার কাজ চালাবেন ঢাকা-১ আসনের আওয়ামীলীগের মনোনীত নৌকার সম্ভাব্য প্রার্থী জননেতা সালমান এফ রহমান। এভাবে তিনি দোহার-নবাবগঞ্জে ১৭৮টি উঠান বৈঠক করবেন।

আপনার মতামত দিন