সাভারে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু, ফেনসিডিল উদ্ধার৫৫০ বোতল|

    239

    সাভারে একটি পিকআপ ভ্যানের চাপায় আবুল হাসেম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এসময় স্থানীয়রা ভ্যানটি আটক করলে চালক পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ভ্যানটি ভেতর তল্লাশি চালিয়ে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত আরোহী শরিয়তপুরের সখীপুর থানার ইউসুফ আলী সরদার কান্দী গ্রামের হাকিম বেপারির ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে আবুল হাসেম মোটরসাইকেলে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। সকাল নয়টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর এলাকায় এসে পৌঁছালে পিকআপ ভ্যানটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই আরোহীর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা ভ্যানটি আটক করলেও চালক পলিয়ে যায়। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এছাড়াও ওই গাড়ির ইঞ্জিনের ভেতর থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আবুল কাসেম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও আটক ভ্যানটি থেকে ৫৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। তবে এর মধ্যে প্রায় একশ বোতল নষ্ট হয়ে গেছে বলে তিনি জানান। এ ঘটনায় সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

    আপনার মতামত দিন