সাইনপুকুরে ৭ বছর আগের পলাতক আসামী গ্রেফতার

295

গোপন সংবাদ এর ভিত্তিতে ৭ বছর আগের ডাকাতি মামলায় সাজাপ্রাপ্ত আসামী লতিফ শিকদার (৪৫) ও মাদক মামলায় সাজাপ্রাপ্ত হুকুম আলিকে গ্রেফতার করেছে সাইনপুকুর তদন্ত কেন্দ্রের পুলিশ।

লতিফ ছত্রভোগ গ্রামের মৃত রমিজ শিকদারের ছেলে, তার মামলা নং ০৪ (১) ৯৪। মাদক মামলার সাজা প্রাপ্ত আসামি হুকুম আলী দোহার উপজেলার ঝনকি গ্রামের মৃত হেকিম আলীর ছেলে, মামলা নং ২৪ (৪) ০৭ ।

২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার ভোরে তাদের নিজ নিজ এলাকা ছত্রভোগ ও ঝনকি থেকে গ্রেফতার করা হয়। এ সময় পুলিশদলের নেতৃত্বে ছিলেন সাইনপুকুর তদন্ত কেন্দ্রের এসআই মসিউর রহমান। মসিউর রহমান জানান, “তারা দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। তাদের গ্রেপ্তারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।“

এভাবে পুলিশ অভিযান চালালে এলাকায় অপরাধ অনেক কমে যাবে বলে মনে করেন স্থানীয়রা।

আপনার মতামত দিন