সাংবাদিক শিমুল হত্যার প্রতিবাদে দোহার নবাবগঞ্জে সংবাদকর্মীদের মানববন্ধন

    528

    সাংবাদিক শিমুল হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ঢাকার দোহার ও নবাবগঞ্জ এলাকায় কর্মরত সংবাদকর্মীসহ সুশিল সমাজ। সোমবার বেলা সাড়ে ১২টায় নবাবগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা ফটকে গিয়ে মানববন্ধন করে।দুপুর দেড়টার দিকে দোহার উপজেলার রতন চত্তরে দাঁড়িয়ে মানববন্ধন করেছে সাংবাদিক ও সংবাদকর্মিরা।

    নবাবগঞ্জে মানব বন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল মজিদ, প্রেসক্লাবের সভাপতি মো. ইব্রাহীম খলিল, সাধারণ সম্পাদক আজহারুল হক, সিনিয়র সহ-সভাপতি শেখ সালাহ্উদ্দিন বাচ্চু, সাহিদুল হক খান ডাবলু, সহ-সভাপতি আলম হোসেন, উপজেলা জাতীয়পার্টির যুগ্ম-আহ্বায়ক জুয়েল আহম্মেদ, জাহাঙ্গীর চোকদার, ওয়ার্কার্সপার্টি নেতা আসলাম খান, সাংবাদকর্মী- মজিবুর রহমান, আহমেদ ফারুক, ফজলুর রহমান, বিপ্লব ঘোষ, সাদের হোসেন বুলু, মো. কাজী সোহেল, আসাদুজ্জামান সুমন, ইমরান হোসেন সুজন, শাহীনূর রহমান প্রমূখ।

    দোহারে মানব বন্ধনে উপস্থিত ছিলেন দোহার থানার ওসি সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাবেক সভাপতি অমিতাভ পাল অপু, বর্তমান সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান টিপু, সংবাদকর্মী- শেখ সোহেল রানা, শামীম আরমান, আবুল হাসেম ফকির প্রমূখ। এ সময় মানববন্ধনকারীরা শিমুলের হত্যাকারীদের দ্রুত বিচার আইনে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।

    আপনার মতামত দিন