দোহারে আওয়ামীলীগ সভাপতির বাড়িতে ককটেল বিস্ফোরণ

534

দোহার উপজেলা আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুলের দোহারের বাড়ীতে রাত সাড়ে নয়টায় কে বা কারা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ সময় প্রায় ৪/৫টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে নজরুল ইসলাম বাবুল এ সময় ঢাকা ছিলেন। এই সংবাদ পেয়ে তাৎক্ষণিকভাবে দোহার থানার দায়িত্বপ্রাপ্ত ওসি(তদন্ত) সহ নেতা- কর্মিরা ছুটে যান ঘটনাস্থলে। 

এ ব্যাপারে আওয়ামীলীগ সভাপতি নজরুল ইসলাম বাবুল নিউজ৩৯ কে বলেন, আমি বর্তমানে ঢাকা আছি। চলে আসার পর ঘটনাটি ঘটেছে। সম্ভবতঃ আমাকে ভয় দেখানোর জন্য ঘটনাটি ঘটানো হয়েছে। আর আমার সাথ সকল রাজনৈতিক দল ও ব্যাক্তির সুসম্পর্ক; তাই কেউ প্রতিহিংসা করে করেছে বলে মনে করিনা।
ওসি কামরুল নিউজ৩৯কে বলেন্‌ কয়েকটি পটকা ফোটানো হয়েছে।আমরা বিষয়টি তদন্ত করছি। দোহার উপজেলা ছাত্রলীগের সাংগাঠনিক সম্পাদক দ্বীন ইসলাম নিউজ৩৯কে জানান, এ রকম ঘটনা অপ্রত্যাশিত। আমরা দ্রুত অপরাধীর গ্রেফতার দাবী করছি। ছাত্রলীগ এহেন কাপুরুষত কাজের তীব্র নিন্দা জানাচ্ছে। 

আপনার মতামত দিন