সভাপতি আলমগীর হোসেন, সেক্রেটারি নুরুল হক বেপারী

325

দোহার(ঢাকা) প্রতিনিধিঃ দীর্ঘ ১৯ বছর পর সম্মেলনের মাধ্যমে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঢাকা জেলার দোহার উপজেলা আওয়ামী লীগের ৫ম ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ১৯ বছর পর নতুন নেতৃত্ব পেলো দোহার উপজেলা আওয়ামীলীগ। এর মধ্য দিয়ে, আওয়ামীলীগের রাজনীতিতে নতুন যুগের সূচনা হলো। এই কমিটির মাধ্যমে ত্যাগী, পরীক্ষিত এবং তরুণ নেতৃত্বের বিকাশ ঘটবে বলে প্রত্যাশা সকলের।
সম্মেলনের দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেনকে সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং কার্গো ভেসেল ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল হক বেপারীকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।
রোববার সকালে উপজেলা জয়পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ, ঢাকা বিভাগের সাংগঠনিক দায়িত্বশীল মির্জা আযম এমপি উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক শামসুন নাহার চাঁপা, আওয়ামী লীগের সদস্য এ্যাড. এবিএম রিয়াজুল কবির কাওছার, এ্যাড. সানজিদা খাতুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, ঢাকা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক হালিমা আক্তার লাভন্য ভূইয়া প্রমূখ।

আপনার মতামত দিন