সকল বড় দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে: নবাবগঞ্জে সালমান এফ রহমান

334
সালমান এফ রহমান

সামনে জাতীয় সংসদ নির্বাচন। এবারের নির্বাচন এতো সহজ হবে না। সকল বড় দলের অংশগ্রহণে প্রতিযোগিতামূলক নির্বাচন হবে। তাই আর ঘরে বসে না থেকে এখন থেকেই নৌকার জন্য ভোট চাইতে হবে।  সোমবার  (২২ অক্টোবর) বিকালে নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত তৃণমূল নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও যৌথকর্মী সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা ও বেক্সিমকোর সহ-সভাপতি সালমান এফ রহমান এসব কথা বলেন।

সালমান এফ রহমান আরো বলেন, শুধু আওয়ামী লীগের ভোটে নৌকা পাশ করতে পারবে না। নৌকাকে পাশ করাতে হলে দল মত নির্বিশেষে সকলের ভোটের প্রয়োজন। তাই বর্তমান আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনসাধারণের মাঝে তুলে ধরতে হবে।

সালমান এফ রহমান আরো বলেন, সবার আগে মা বোনদের বেশি গুরুত্ব দিতে হবে। কারণ তারা আমাদের ঘুমন্ত ভোট। যদি একবার শেখ হাসিনা সরকার ও আওয়ামী লীগের উন্নয়নের কথা তাদের কাছে তুলে ধরা হয় তাহলে তারা অবশ্যই বুঝবে এবং উন্নয়নের ধারা অব্যহত রাখতে নৌকায় ভোট দিবে।

সালমান এফ রহমান আরো বলেন, নবাবগঞ্জে আওয়ামী লীগের অনেক গ্রুপিং রয়েছে। কিন্তু সকল নেতারাই আমাকে আশ্বস্ত করে বলেছেন, আমাদের মধ্যে যতই গ্রুপিং থাকুক না কেনো, যদি আপনাকে জননেত্রী নৌকার প্রার্থী করেণ তখন আমরা আর গ্রুপিং দেখবো না। শুধুমাত্র আপনার ও নৌকার জন্য কাজ করবো এবং যেভাবেই হোক নৌকার বিজয় ছিনিয়ে আনবো। আমি নির্বাচনে প্রস্তুতি নিচ্ছি। তবে আপনাদের মনে রাখতে হবে এ কর্মীসভা বা জনসভা করে ইলেকশনে বিজয়ী হওয়া যাবে না। ইলেকশনে বিজয়ী হতে হলে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইতে হবে। ঢাকা-১ এ আসনে ৪ লক্ষ ৪০ হাজার ভোটার আছে। আমি ভোট চাইতে এত ভোটারের কাছে নিজে যেতে পারব না। আমি কিন্ত আপনাদের উপর নির্ভরশীল।  আপনাদেরকে আমার হয়ে ভোটারদের কাছে ভোট চাইতে হবে।

অন্য খবর  গাঁজায় মগ্ন সন্ন্যাসীরা

সালমান এফ রহমান তার নির্বাচনী কৌশল তুলে ধরে তৃণমূলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এবার পুরুষদের চেয়ে মহিলাদের নির্বাচনী প্রচারনায় বেশি অংশগ্রহণ করতে হবে। কারণ নবাবগঞ্জে পুরুষ ভোটারের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশি। মহিলারা যে কোনো সময় সকলের বাড়িতে গিয়ে মা,বোনদের আওয়ামী লীগের উন্নয়নের কথা বলতে পারবে। যা পুরুষদের বেলায় প্রায় অসম্ভব। তাই এবারের নির্বাচনে মহিলা নেত্রীদেরই বেশি ভূমিকা পালন করতে হবে।

সালমান এফ রহমান

নবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন আ’লীগের জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন মিয়া, সাবেক সংসদ সদস্য হারুন অর রশিদ, সুবেদ আলী টিপু, ঢাকা জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুন, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, কেন্দ্রীয় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, ঢাকা জেলা আ’লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা হালিমা আক্তার লাবন্য, নবাবগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমু, ঢাকা জেলা পরিষদের সদস্য ওয়াহিদুজ্জামান রনি, এসএম সাইফুল ইসলামসহ ১৪টি ইউনিয়নের তৃনমূলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন