শ্রীনগরে যুবলীগ নেতার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

375

শ্রীনগরে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক পরিবহন ব্যবসায়ী। উপজেলার কোলাপাড়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান জনেটকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে শ্রীনগর থানায় মামলাটি দায়ের করেন ফুলকুঁচি এলাকার ব্যবসায়ী মাহবুব মিয়া। গত ৫ই জুন শ্রীনগর থানা পুলিশ চাঁদাবাজির অভিযোগটি মামলা হিসাবে রেকর্ড করে। মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই এলাকার তামিম এন্টার প্রাইজের মালিক মাহবুব মিয়া তার নিজস্ব ট্রাক দিয়ে বালু ভরাটের কাজ করেন। কয়েকদিন আগে যুবলীগ নেতা জনেটের নেতৃত্বে বালু ভরাটের জন্য ট্রাক প্রতি ২শ’ টাকা চাঁদা দাবি করে চাঁদাবাজরা। মাহবুব মিয়া চাঁদা দিতে অস্বীকার করলে তার ভাই শুভরাজকে পিটিয়ে আহত করে জনেট বাহিনী।

এ ব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, চাঁদাবাজির অভিযোগটি সঠিক। চাঁদাবাজদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। জনেটের বিরুদ্ধে দ্রুত বিচার আইনসহ শ্রীনগর থানায় একাধিক মামলা রয়েছে।

 

আপনার মতামত দিন