নবাবগঞ্জের শোল্লায় যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

898
নবাবগঞ্জে স্বামীকে বিষপান করিয়ে হত্যা; স্ত্রী আটক

নবাবগঞ্জ উপজেলার শোল্লা ইউনিয়ন যুবলীগ নেতা প্রদীপ কুমার মণ্ডলকে (৩০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দুপুরে উপজেলার মহেশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। প্রদীপ মহেশদিয়া গ্রামের প্রফুল্ল কুমার মণ্ডলের ছেলে।

জানা গেছে, মঙ্গলবার রাতে প্রদীপ কুমার মণ্ডলকে কয়েকজন লোক ডেকে নিয়ে যায়। পরে বুধবার সকালে স্থানীয় লোকজন প্রদীপ মণ্ডলের লাশ মহেশদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ পড়ে থাকতে দেখেন। পরে তারা নবাবগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে দুপুরে নবাবগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে।

নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাশার জানান, প্রদীপ মণ্ডলের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা মঙ্গলবার রাতে তাকে কুপিয়ে হত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

আপনার মতামত দিন