শোল্লায় চোলাই মদসহ আটক ২

480

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৩৬০ লিটার চোলাই মদসহ মো. সোহেল খান ও মো. আব্বাস নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে নবাবগঞ্জ থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শোল্লা ইউনিয়নের কোন্ডা এলাকার কালীগঙ্গা নদী পার হওয়ার সময় তাদের আটক করা হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে উপজেলার কোন্ডা এলাকায় নদী পথে মাদক বেচাকেনার সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল নদী পথে আসা একটি ট্রলারে অভিযান চালায়। এ সময় তারা ট্রলারে থাকা ৩৬০ লিটার মদসহ সোহেল ও আব্বাসকে আটক করে তাদের থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

নিউজ৩৯/নবাবগঞ্জ/ শোল্লায় চোলাই মদসহ আটক ২

আপনার মতামত দিন