একালে শিশুরা কথা বলা শেখার আগে হাতে উঠে যায় মোবাইল সেট, বাবা-মা গর্বিত হয়ে বলেন “আমার বাচ্চা মোবাইল চালাতে জানে।“ অসময়ে কোনো কিছুই ঠিক নয়, তবে বাচ্চারা যখন একটু বড় হয়ে উঠে, পড়তে শিখে তখন পাঠ্য বইয়ের পাশাপাশি গল্প, ছড়া, জ্ঞান-বিজ্ঞানের বইও তুলে দিতে হবে, নয়তো শিশু আগামী পৃথিবীর জন্য পরিপক্ক হয়ে উঠবে না।
টাকা খরচ না করে বিনামূল্যে বই পাওয়ার উপায় আছে, এবং তা মোবাইলে করে যেখানে সেখানে নিয়েও যাওয়া যায়- একে বলে ই-বুক। কিন্তু এই ই-বুক সংগ্রহ করবেন কোথায় থেকে। শিশুকিশোর.অর্গ দিচ্ছে বিনামূল্যে ই-বুক পাওয়ার সুবিধা। ইপাব, মোবি, পিডিএফ, এই তিন ফরম্যাটে ডাউনলোড করা যাবে। ওয়েব সাইটের ঠিকানা: www.books.shishukishor.org
হাতের কাছে ইন্টারনেট সংযোগ আছে এমন যে কোন মোবাইল, ট্যাবলেট কিংবা কম্পিউটার দিয়ে শিশু-কিশোর.অর্গ থেকে বই ডাউনলোড করা যাবে।
তবে শিশুকিশোরদের বাইরে আরও বড়দের জন্যেও কিছু বই আছে। এছাড়া এন্ড্রয়েড এ্যাপস ডাউনলোড করে বই পড়তে পারবেন। এ্যাপস ডাউনলোডে করতে এখানে ক্লিক করুন।