শিল্পীদের চোখে শেখ হাসিনা

    1319
    রাজধানীর জাতীয় জাদুঘরে তরুণ শিল্পীদের আঁকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭১টি প্রতিকৃতি নিয়ে বিশেষ প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে হাসুমণির পাঠশালা ও বাংলাদেশ জাতীয় জাদুঘর। প্রতিকৃতিগুলোতে ফুটে উঠেছে শেখ হাসিনার নানা অভিব্যক্তি। জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে সপ্তাহব্যাপী এ প্রদর্শনী চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

    বঙ্গবন্ধুর সঙ্গে শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আদর করে ‘হাসুমণি’ বলে ডাকতেন।বঙ্গবন্ধুর সঙ্গে শেখ হাসিনা। বঙ্গবন্ধু শেখ হাসিনাকে আদর করে ‘হাসুমণি’ বলে ডাকতেন।রাজনীতিতে আসার আগের শেখ হাসিনা।রাজনীতিতে আসার আগের শেখ হাসিনা।পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও শেখ হাসিনা।পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও শেখ হাসিনা।বাংলাদেশ ও শেখ হাসিনাকে সমার্থক হিসেবে দেখেছেন এক শিল্পী।বাংলাদেশ ও শেখ হাসিনাকে সমার্থক হিসেবে দেখেছেন এক শিল্পী।শিল্পীর চোখে ধরা পড়েছে শেখ হাসিনার অভিব্যক্তি।শিল্পীর চোখে ধরা পড়েছে শেখ হাসিনার অভিব্যক্তি।প্রকৃতি ও শেখ হাসিনা।প্রকৃতি ও শেখ হাসিনা।অবিচল শেখ হাসিনা, মননে বঙ্গবন্ধু।অবিচল শেখ হাসিনা, মননে বঙ্গবন্ধু।প্রতিকৃতিতে শেখ হাসিনার দৃঢ়তা ফুটে উঠেছে।প্রতিকৃতিতে শেখ হাসিনার দৃঢ়তা ফুটে উঠেছে।শিল্পীর ক্যানভাসে চিরচেনা শেখ হাসিনা।শিল্পীর ক্যানভাসে চিরচেনা শেখ হাসিনা।বঙ্গবন্ধুর ছোট্ট হাসুমণি।বঙ্গবন্ধুর ছোট্ট হাসুমণি।

    আপনার মতামত দিন