শিলাকোঠা থেকে মাদকব্যবসায়ী আটক

283

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের দক্ষিণ শিলাকোঠা এলাকায় রবিবার রাতে অভিযান চালিয়ে ইয়াবা ও হেরোইনসহ মো. জনি মিয়া (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে দোহার থানা পুলিশ। আটটকৃত জনি স্থানীয় মৃত নজরুল ইসলামের ছেলে।

 দোহার থানার এসআই সৌমেন মিত্র জানান, রবিবার রাত সোয়া ৯টায় শিলাকোঠায় অভিযান চালিয়ে জনিকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে ৫৬ পিচ ইয়াবা ও ৫২৫ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। সোমবার সকালে তাকে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়।

আপনার মতামত দিন