দীর্ঘ ৪ বছর ধরে পরিত্যাক্ত অবস্থায় পরে আছে নবাবগঞ্জ উপজেলার ১নং শিকারীপাড়া ইউনিয়ন পরিষদ ভবনটি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়ানে ৪১ লক্ষ ৭১ হাজার টাকা ব্যয় ভবনটি নির্মান করা হয়। ২০০৮ সালের নভেম্বরের ২৯ তারিখে ভবনটি উদ্বোধন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান চৌধুরী। সে সময়ের শিকারীপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন এম.এ জব্বর মোল্লা।
উদ্বোধনের পরে শিকারীপাড়া ইউনিয়ন পরিষদের সচিব মো. আফজাল হোসেন ইউনিয়ন পরিষদ ভবনে ১০/১২ দিন অফিস করার পর তাকে আর ওই ভবনে অফিস করতে দেখা য়ায় নি।
বর্তমান চেয়ারম্যান আলিমোর রহমান খান পিয়ারা ইউনিয়ন পরিষদের কাজ চালাচ্ছেন তার নিজ বাড়ি হাগ্রাদী থেকে। মাঝে মাঝে ইউনিয়ন পরিষদে বিচার-সালিশ ও কারিতাসের সভা হয়, এছাড়া আর অন্য কোন দাপ্তরিক কাজ সেখানে চলে না।
অন্যদিকে দিনের বেলায় যদিও ইউনিয়ন পরিষদ ভবনটিতে কোন প্রকার না চললেও সন্ধার পরে কিছু স্থানীয় যুবকেরা তাদের নেশার কার্যক্রম চালায় প্রায় প্রতিদিনই। সন্ধা হলেই আশেপাশে এলাকার যুবকেরা এক সঙ্গে বসে নেশাদ্রব্য সেবন করে।