লায়ন আব্দুস সালামের নিম্ন ও মধ্যবিত্তের জন্য হেল্প লাইন চালুঃ ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

165
লায়ন আব্দুস সালামের নিম্ন ও মধ্যবিত্তের জন্য হেল্প লাইন চালুঃ ২০০ পরিবারে ত্রাণ বিতরণ

শরিফ হাসান, স্টাফ রিপোর্টার নিউজ৩৯ঃ করোনায় লকডাউনে অসহায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য হেল্প লাইন চালু করেছেন দোহারের কৃতি সন্তান লায়ন আব্দুস সালাম। এছাড়া, শনিবার (প্রথম পর্বের) নিম্ন ও মধ্য আয়ের ২০০ পরিবারের মাঝে রমজানের উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চাল ১০কেজি, খেজুর ১কেজি, ছোলা, বেসন, ডাল, চিনি, সরিষার তেল, সয়াবিন তেল, ইসুপগুলের ভুসি, নগদ অর্থএবং ৫০ জনের জন্য ঈদের পোষাক। নিউজ৩৯ কে লায়ন আব্দুস সালাম বলেন, যারা এই উপহার গ্রহণ করে আমাকে উৎসাহিত করেছেন তাদের ছবি ফেসবুকে দিয়ে অসম্মানিত করতে চাইনা। যারা চক্ষু লজ্জায় কাউকে কিছু বলতে পারেননা, তাঁরা আমার WhatsApp এ অথবা SMS এ লিখতে পারেন। পরিচয় গোপন রেখে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে প্রয়োজন পণ্য। এছাড়া বেকার বা দেশে ফেরত প্রবাসীদের প্রাধান্য দেওয়া হবে। আমার SMS ও WhatsApp নম্বর 01713084447 01973084447

আপনার মতামত দিন