রিমান্ড শেষে কারাগারে যুবদল নেতা আবুল হাশেম

290

বুধবার ঢাকায় প্রেসক্লাবের সামনে থেকে গ্রেফতার হওয়া দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেমকে ২ দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরিত করা হয়েছে।
উল্ল্যেখ্য, বুধবার ঢাকায় বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের বীর উত্তম পদবী বাতিলের প্রতিবাদে আয়োজিত সমাবেশ থেকে তাকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২ রিমান্ড মঞ্জুর করে আদালত।

এদিকে আবুল হাশেমকে অবিলম্বে মুক্তি দিতে বিবৃতি দিয়েছে দোহার উপজেলা ও ঢাকা জেলা যুবদল।
বিবৃতিতে বলা হয়, সরকারের অবৈধ গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। জননেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের আস্থাভাজন ব্যক্তি, ঢাকা জেলা যুবদল নেতা, দোহার উপজেলা যুবদলের সাবেক সভাপতি, ছাত্রদলের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক, বার-বার কারানির্যাতিত নেতা আবুল হাশেম বেপারী কে আবারও জাতীয় প্রেসক্লাব থেকে গ্রেফতার করা হয়েছে এবং দুইদিনের রিমান্ডে নেওয়ায় দোহার উপজেলা যুবদলের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে অতিসত্বর তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।

আপনার মতামত দিন