রিজভীর নেতৃত্বে ঢাকা জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

162

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে ২১ আগস্ট বোমা হামলা মামলায় সাজা দেওয়ার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। এরই ধারাবাহিকতায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে শনিবার দুপুর দুইটায় রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট থেকে শিশু পার্ক পর্যন্ত এই বিক্ষোভ মিছিল হয়। এই সময় ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক খন্দকার আবু আশফাক, দোহার উপজেলা ছাত্রদল সভাপতি জিএস সেন্টু, যুবদল নেতা সাজ্জাদ হোসেন হিটু সহ দোহার, নবাবগঞ্জ, কেরানীগঞ্জসহ ঢাকা জেলা বিএনপি নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন শ্লোগানের মাধ্যমে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবি এবং তারেক রহমানের বিরুদ্ধে ‘অন্যায় সাজা’ দেওয়ার প্রতিবাদ জানানো হয়।

আপনার মতামত দিন