বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল ইসলাম ও প্রকাশক সালমা ইসলামের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রোববার অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদার মামলাটি দায়ের করেন। সোমবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হুমায়ূন কবির সিআইডিকে বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন এবং আগামী ২৫ ফেব্রুয়ারি মামলাটির পরবর্তী তারিখ ধার্য করেন।
উল্লেখ্য, আওয়ামী লীগে ২৩ জন ‘যুদ্ধাপরাধী’ আছে বলে রিজভীর করা মন্তব্য নিয়ে গত বছর ২৪ ডিসেম্বর দৈনিক যুগান্তর পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়।
যুগান্তরের ওই প্রতিবেদনে মামলার বাদী অ্যাডভোকেট দেলোয়ার হোসেন সরদারের নামও উল্লেখ করা হয়। এতে তিনি সংক্ষুব্ধ হয়ে আদালতে মামলাটি দায়ের করেন।
আপনার মতামত দিন