রাস্তায় ড্রেজার পাইপ দুর্ঘটনায় দোহারে অনার্স ছাত্রের মৃত্যু

2250

দোহারের বিলাশপুরে সড়কে রাখা ড্রেজার পাইপের সাথে বাইকের সংঘর্ষে আহত হয়ে একজন কলেজ ছাত্রের মৃত্যূ হয়েছে। নিহত মোঃ রদিয়াত হোসেন জয়পাড়া কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রম, বয়স ২২।  নিহতের বাড়ী বটিয়া গ্রামে, পিতা- আব্দুল জব্বার মাদবর, একজন সিংগাপুর প্রবাসী।

প্রত্যক্ষদর্শীদের বিবরণে জানা যায়, গত ১৩অক্টোবর বুধবার, মাগরিবের নামাযের পর সন্ধ্যায় বিলাশপুরে বাইক চালিয়ে যাওয়ার সময় রাস্তার মাঝে অরক্ষিতভাবে স্থাপন করা ড্রেজার পাইপের সাথে সংঘর্ষ হয়। সংঘর্ষে মাথায় প্রচন্ড আঘাত পায় রদিয়াত হোসেন। তাৎক্ষণিকভাবে সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে হলি ফ্যামিলি হাসপাতালে নেওয়া হয়। ৪ দিন আইসিইউতে থাকার পর ১৭ই অক্টোবর দুপুর ২টায় ইন্তেকাল করে।

তার মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত দিন