রাস্তা আটকে দেয়াল, দোহারে দুই শতাধিক পরিবারের দুর্ভোগ

54
রাস্তা আটকে দেয়াল, দোহারে দুই শতাধিক পরিবারের দুর্ভোগ

স্টাফ রিপোটার: আল-আমিনঃ দোহার উপজেলার সুন্দরীপাড়া এলাকায় শত বছরের পুরনো রাস্তা আটকে দেয়াল নির্মাণ করায় চরম ভোগান্তিতে পড়েছেন প্রায় দুই শতাধিক পরিবার। চলাচলের রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় গ্রামবাসীরা ক্ষোভ প্রকাশ করে দ্রুত দেয়াল অপসারণের দাবি জানান।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকেলে রাস্তাটি অবমুক্ত করার দাবিতে মানববন্ধন করেন স্থানীয়রা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে স্থানীয় শাহাবুদ্দিন চিশতি হিরু নিজ জমিতেই প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

মানববন্ধনে সুন্দরীপাড়া ও শিলাকোঠা এলাকার দুই শতাধিক পরিবারের সদস্যরা অংশ নেন। তারা দ্রুত দেয়াল অপসারণ করে গ্রামবাসীর চলাচলের পথ উন্মুক্ত করার আহ্বান জানান।

এ বিষয়ে জমির মালিক শাহাবুদ্দিন চিশতি হিরু জানান, “রাস্তার একটি অংশ রেখেই দেয়াল করা হয়েছে। পাশের জমি থেকে বাকিটা নিলেই কোনো সমস্যা থাকবে না।”

এখন গ্রামবাসী প্রশাসনের হস্তক্ষেপ ও দ্রুত সমাধানের অপেক্ষায় রয়েছেন।

আপনার মতামত দিন