রানা প্লাজা দুর্ঘটনায় দোহারের দুই বোন নিখোঁজ

335

সাভারের রানা প্লাজা ধসে যাওয়া পর থেকে ওই ভবনে চাকরি করা দোহারের লতিফা আক্তার (২০) ও শরীফা আক্তার (১৭) নামে দুই সহোদর বোনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 

নিখোঁজ লতিফা ও শরীফা ঢাকার দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের শিলাকোঠা গ্রামের লুৎফর রহমানের মেয়ে। তারা  রানা প্লাজার চতুর্থ তলার একটি  গার্মন্টসে চাকরি করতেন। ভবন ধসের দিন সকালে তাদের মায়ের সঙ্গে শেষ কথা হয়। এরপর থেকে আর কোনো খোঁজ মেলেনি তাদের।

ভবন ধসের পর থেকে তাদের মোবাইল ফোনও বন্ধ রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, সর্বশেষ তারা দুই বোন গত ২৬ মার্চ একদিনের ছুটিতে গ্রামের  বাড়ি শিলাকোঠা গ্রামে এসেছিল।

এদিকে, এই খবর শোনার পর তার পরিবারের সবাই সাভার ছুটে যান। সেখানে অনেক খোঁজাখুজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায় নি। এই ঘটনার পর তাদের পরিবার ও এলাকায় শোক নেমে আসে।

আপনার মতামত দিন