রংপুর নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ, স্পেশাল ট্রেনেও এসেছে মানুষ

22
রংপুর নগরজুড়ে উৎসবমুখর পরিবেশ, স্পেশাল ট্রেনেও এসেছে মানুষ

প্রধানমন্ত্রীর জনসমাবেশকে কেন্দ্র করে মিছিল নিয়ে দলে দলে সমাবেশস্থলে আসতে শুরু করেছেন রংপুর বিভাগের আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীরর অলিগলিতে গিজগিজ করছে মানুষ। আনন্দ বিরাজ করছে সবার মাঝে।

বুধবার সকাল থেকেই সমাবেশস্থল ঐতিহাসিক রংপুর জিলা স্কুল মাঠের সামনে নেতাকর্মীরা সমবেত হচ্ছেন। অনেকে রাতেই পৌঁছেছেন সমাবেশস্থলে। সকাল থেকে দলে দলে মানুষ যাচ্ছেন সমাবেশ স্থলে। সকাল থেকে দুপুর ১২ পর্যন্ত রংপুর রেল স্টেশনের গিয়ে দেখা গেছে  দিনাজপুর স্পেশাল ,  কুড়িগ্রাম স্পেশাল, লালমনিরহাট স্পেশাল, বুড়িমারী স্পেশাল , পঞ্চগড় স্পেশালে কয়েক হজার নেতাকর্মী রংপুরে এসে পৌছেছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার ডিসি ক্রাইম আবু মারুফ হোসেন বলেন, জনসভার নিরাপত্তায় পোশাক পরিহিত পুলিশের পাশাপাশি আর্মডসহ সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে। জনসভাস্থল ছাড়াও পথে পথে রুট ডিউটি, চেকপোস্ট, পুরো নগরীর গুরুত্বপূর্ণ প্রবেশ পথ ও মোড়ে মোড়ে আছে সদস্যরা। উঁচু ভবনের ছাদে এবং ঝুঁকিপূর্ণ ভবনগুলোর প্রতি ফ্লোরে ফ্লোরে রয়েছে প্রশিক্ষিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সেই সাথে জনসভাস্থল, পুরো শহর এবং সার্কিট হাউস পুরোটাই সিসিটিভির কাভারেজে রয়েছে। সবমিলিয়ে রংপুর নগরীর এখন নিরাপত্তার চাঁদরে ঢাকা।

অন্য খবর  ঢাকাসহ ৬১টি জেলা পরিষদ বিলুপ্ত

 

 

 

আপনার মতামত দিন