যাত্রাপালা বন্ধের দাবীতে আগামীকালের প্রতিবাদ সভা স্থগিত

249

অবশেষে বন্ধ হয়েছে যাত্রার নামে অশ্লীল নৃত্য প্রদর্শনী। ফলে যাত্রাপালা বন্ধের দাবিতে আগামী কালের প্রতিবাদ সভা স্থগিত করা হয়েছে।

যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য প্রদর্শনীকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতি অবগত হয়ে জনাব সালমান এফ রহমান ডিসি মহদয়কে যাত্রাপালা বন্ধের অনুরোধ করেন এবং সম্মানিত স্বরাষ্ট্রমন্ত্রীকে এই বিষয়ে অবহিত করেন। ডিসি সাহেব দোহার উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলি আহসান খোকন শিকদারের জ্ঞাত স্বরে দোহার উপজেলার নির্বাহী কর্মকর্তা কেএম আল-আমিন ও দোহার উপজেলার চেয়ারম্যান আলমগীর হোসেনের সহযোগিতায় যাত্রাপালার সাথে যুক্ত সংশ্লিষ্ট পক্ষ সমূহের সাথে যোগাযোগ করে যাত্রাপালা বন্ধের নির্দেশ দেন এবং দোহার উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেনের সাথে যোগাযোগ করে জনাব সালমান এফ রহমান আগামি কালকের বিক্ষোভ ও প্রতিবাদ সভা স্থগিত রাখার আহবান করেন।

ধর্ম প্রান দোহারবাসীকে ধন্যবাদ জানিয়ে আগামি কালকের প্রতিবাদ সভা স্থগিত করে ধর্মপ্রাণ মুসলমানরা।

আপনার মতামত দিন