মৌড়া একতা যুব সংঘের ঈদ সামগ্রী বিতরণ

340
দোহার

 

দোহারের মুকসুদপুর ইউনিয়নের মৌড়া গ্রামের এক ঝাক তরুদের প্রচেষ্টায় মৌড়া একতা যুব সংঘের পক্ষ থেকে অসহায় সাধারন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। এই সময় তারা ৬০ টি পরিবারের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।

শনিবার রাতের আধারের গোপনীয়তা রক্ষা করে অসহায় পরিবারগুলোর মাঝে এই ত্রান পৌছে দেয়া হয়। সারা দেশের মতো দোহারও করোনা আক্রান্তের সংখা দিন দিন বেরেই চলছে । এই সময় ঈদের এই খুশিকে ভাগাভাগি করে নেওয়ার উদ্দেশ্যে ই তারা অসহায় পরিবারগুলোর পাশে দ্বারায়।এই কঠিন সময়ে ঈদ সামগ্রী পেয়ে পেয়ে অসহায় মানুষগুলোর মুখে হাসি ফুটেছে।

আপনার মতামত দিন