মৈনটের ভাঙন না থামানো গেলে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা সম্ভব নয়: বেজা চেয়ারম্যান

323
মৈনট ভাঙ্গন

ঢাকার দোহারের মিনি কক্সবাজার খ্যাত মৈনট ঘাট ভাঙন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের বাংলাদেশ ইকোনমিক জোন (বেজা) এর চেয়ারম্যান পবন চৌধুরী। শুক্রবার সকালে তিনি প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে পরিদর্শন করেন।

এই সময় সাংবাদিকদেরও বেজা’র চেয়ারম্যান পবন চৌধুরী জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারা দেশের বেশ কিছু উপজেলায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ঢাকার দোহার উপজেলার পদ্মা নদীর তীরবর্তী মিনি কক্সবাজার খ্যাত মৈনটঘাট এলাকায় অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা থাকলেও তীব্র ভাঙনের কারনে এই স্থানে এই মূহুর্তে এটি করা সম্ভব নয়।

প্রায় তিন কিলোমিটার এলাকা পরিদর্শন করে তিনি আরও বলেন, ভাঙন রোধ করা না গেলে দোহারের অন্যত্র অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে। পানি উন্নয়ন বোর্ড খুব দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ নেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন সহ অনেকে।

আপনার মতামত দিন