মেঘুলায় হেরোইনসহ আটক ১

208

ঢাকার দোহার উপজেলায় ৭০ পুরিয়া হেরোইনসহ মিশা মোল্লা (৩০) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১১’র সদস্যরা। সে নারিশা পশ্চিমচর এলাকার  মো. আতিয়ার রহমানের ছেলে। শনিবার দুপুরে উপজেলার মেঘুলা বাজার গরুর হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব-১১ প্রেস বিজ্ঞপ্তিতে জানান, শনিবার বেলা সাড়ে ১২টায় র‌্যাব-১১’র কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে দোহারে অভিযান চালিয়ে উপজেলার মেঘুলা বাজার থেকে মিশাকে ৭০ পুরিয়া হেরোইনসহ আটক করে। সে এলাকার চিহ্নিত মাদককারবারী। এ ব্যাপারে দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলে জানান র‌্যাব।

আপনার মতামত দিন