মেঘুলায় ধরা পড়লো মিঠা পানির ডলফিন; পরে পদ্মায় অবমুক্ত

ঢাকা জেলার দোহার উপজেলার পদ্মা নদীর মেঘুলা এলাকায় জেলেদের জালে ধরা পরে দুইটি মিঠা পানির ডলফিন। স্থানীয় ভাবে যা শুশক হিসাবে পরিচিত। পদ্মার নদীর মেঘুলা অংশে ধরা পড়ে এই ডলফিন দুটি। বাচ্চা এই ডলফিন দুটি পরে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়।

 

সোমবার সকালে পদ্মা নদীর মেঘুলা অংশে ধরা পড়ে মিঠা পানির এই ডলফিন দুটি। জেলেদের মাছ ধরার ভেশালে আটকা পড়ে এক সময়ে পদ্মায় অবাধে ঘুরে বেড়ানো এই মিঠা পানির ডলফিন দুটি। কিন্তু সময়ের পরিক্রমায় এই ডলফিন এখন পদ্মা নদীতে দেখা যায় না বললেই চলে। জেলে ও সাধারন মানুষের অবাধ হত্যার শিকার এই ডলফিন এখন দেখা যায় না বললেই চলে। এই সময় মানবিক আচরনের একটা উদাহরন রেখে গেলো মেঘুলা অংশের বাসিন্দারা। ডলফিন দুটিকে ভেশাল থেকে উদ্ধার করে জেলেরা। তারপর এই ডলফিনের বাচ্চা দুটিকে আবার মুক্ত করে দেয়া হয় পদ্মা নদীর অংশে।

আপনার মতামত দিন