মুক্ত হলেন ৩ শিক্ষক

206

বন্ধ থাকার কথা থাকলেও তা অমান্য করে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় নিজস্ব প্রাইভেট কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে দোহারে আটক এক স্কুল শিক্ষকসহ তিন জন শিক্ষককে মুক্ত করেছে দিয়েছে দোহার থানা পুলিশ। দুপুর একটার দিকে তাদেরকে উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশে জামিন দেয়া হয়।

এই ব্যাপারে দোহার থানা অফিসার ইন চার্জ শেখ সিরাজুল ইসলাম লিটু নিউজ৩৯কে বলেন, ভব্যিষতে আইন অমান্য করা হবে না এই মর্মে প্রতিশ্রুতি দেয়ার পর দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তার নির্দেশে তাদেরকে সতর্ক করে জামিন দেয়া হয়।

দোহার কোচিং এসোসিয়েশন এক প্রেস রিলিজে বলেন, বিষয়টি অনভিপ্রেত, অনাকাংখিত এবং দুঃখজনক। একজন শিক্ষক সমাজ গড়ার কারিগর, তারাই জাতি গঠন করেন, তারা সাম্মানীত ব্যাক্তি। শত শত ছাত্রের আদর্শ এবং আইকন তারা। কোন শিক্ষক ভুল করে থাকলে, তা সম্মানজনক উপায়ে করা হলে অনেক ভালো হতো। দোহার থানা পুলিশ ও দোহার উপজেলা নির্বাহি কর্মকর্তা কে ধন্যবাদ সমান্নীত শিক্ষক্ত্রয়কে মুক্ত করে দেয়া। আমরা সকলে আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সরকারের প্রতি দায়বদ্ধ।

আপনার মতামত দিন