মুকসেদপুরে কিশোরী ধর্ষণ: এখনও ধরা পড়ে নি আসামী

830
dhorshon39

মুকসেদপুরের পল্লিবাজার এলাকায় ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের ঘটনার ২১ দিনেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে। এতে ভুক্তভোগী পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।

এলাকাবাসী জানায়, তারা এ জঘন্য অপকর্মের বিচার দাবি করে আসছে। সাদ্দাম বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ করলেও অজ্ঞাত কারণে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। এতে দোহার থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

ধর্ষিতার বাবা মবজেল শেখ বলেন, আসামিপক্ষের লোকজন মামলা তুলে নেওয়ার হুমকি দিচ্ছে। আসামিরা ধরা না পড়ায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। পুলিশ বিষয়টি জানার পরও আসামি ধরছে না।

এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা দোহার থানার পরিদর্শক শেখ মো. সোহেল রানা বলেন, আসামিদের ধরতে সর্বাত্মক চেষ্টা চলছে।

 কিশোরীর জবানবন্দির ভিত্তিতে ঘটনার দিন রাতে কিশোরীর বাবা শেখ মবজেল বাদী হয়ে সাদ্দামকে প্রধান আসামি করে ৫ জনের নামে ধর্ষণ মামলা করেন। পরে এলাকাবাসী অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে। ঘটনার ২১ দিনেও আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

আপনার মতামত দিন