মুকসুদপুরে এক রাতে দোকান ও বসতবাড়িতে চুরি

546

 

ঢাকার দোহার উপজেলার মুকসুদপুর ইউনিয়নের পল্লীবাজারে এক রাতে মুদি ও স্বর্ণের দোকানসহ দুই বসতবাড়ীতে চুরির ঘটনা ঘটেছে।  এই ঘটনায় জাকির (৫০),স্বপন (৪৫) ও মফিজ (৬০) নামে তিন বাজার পাহারাদারকে আটক করেছে ফুলতলা ফাঁড়ি পুলিশ। তারা কুঁড়িগ্রামের বাসিন্দা।

 

গত মঙ্গলবার দিবাগত রাতে সোহেল ষ্টোর ও দিরা অলংকার নিকেতন এর পিছনের দেয়াল ভেঙ্গে ভিতরে ঢুকে সিন্দুক থেকে ছয় ভরি স্বর্ণ ও নগদ পাঁচ হাজার টাকা নিয়ে যায় এবং সোহেল ষ্টোর থেকে দশ হাজার টাকার সিগারেট এবং ছয় হাজার টাকার মোবাইল কার্ড নিয়ে যায়। অন্যদিকে পল্লী বাজারের বাসিন্দা জহের মিয়া ও রেনু বেগমের বাড়ী থেকে দুটি দামী মোবাইল চুরির অভিযোগ পাওয়া গেছে।

 

এ ব্যাপারে ফুলতলা ফাঁড়ির এস আই সাজ্জাদ হোসেন সেতু জানায়, পল্লিবাজারের দোকানি দিলিপ ও সোহেল হোসেনের অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য ঐ তিন পাহারাদারকে আটক করা হয়েছে। আশা করছি তাদের কাছ থেকে কিছু তথ্য পাওয়া যাবে।

আপনার মতামত দিন