বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খেলেও মিরাজ-শান্ত’র ব্যাটে ঘুরিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ। এরইমধ্যে অর্ধশতক তুলে নিয়েছেন মিরাজ। মিরাজ-শান্ত’র ব্যাটে ধীরে ধীরে জয়ের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
এর আগে ১৫৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় রানআউটের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন তানজিদ হাসান তামিম। আউট হওয়ার আগে ১৩ বলে ৫ রান করেন তিনি।
বাংলাদেশের হয়ে সাকিব ও মিরাজ দু’জনেই নিয়েছেন তিনটি করে উইকেট। এছাড়া শরিফুল দুটি, তাসকিন ও মুস্তাফিজ নেন একটি করে উইকেট।
আপনার মতামত দিন