মালয়েশিয়ায় এক বাংলাদেশিসহ পুলিশ কর্মকর্তা গ্রেফতার

345

মালয়েশিয়ান পুলিশের এএসপিসহ এক বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির অ্যান্টি-করাপশন কমিশন। গ্রেফতারকৃত দু’জনকে ৭ দিনের রিমান্ডেও নেয়া হয়েছে। এক রেস্টুরেন্টের আটককৃত শ্রমিকদের ছেড়ে দিতে ওই রেস্টুরেন্টের মালিকের কাছ থেকে ঘুষ দাবির অভিযোগে শুক্রবার সন্ধ্যায় তাদের গ্রেফতার করা হয়। পরে ওই পুলিশ কর্মকর্তাসহ বাংলাদেশিকে রিমান্ডে নিতে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট। দোষী সাব্যস্ত হলে ২০ বছর পর্যন্ত জেল এবং ঘুষের পরিমাণের ৫ গুণ অর্থ ১০ হাজার রিঙ্গিত অর্থ জরিমানা হতে পারে।

দেশটির সংবাদমাধ্যম জানায়, ২৮ মার্চ মঙ্গলবার এক বাংলাদেশি ওই রেস্টুরেন্টের মালিকের বাড়িতে যান এবং ৫ হাজার রিঙ্গিত ঘুষ দাবি করেন। এই ঘুষ গুম্বাক ডিস্ট্রিক্ট পুলিশ হেডকোয়ার্টার্সের এক পুলিশ কর্মকর্তাকে প্রদান করতে হবে বলেও জানান ওই বাংলাদেশি। ওই রেস্টুরেন্টে কাজ করছিলেন বেশ কিছু শ্রমিক যাদের বৈধ পাসপোর্ট ছিল না। অবৈধ শ্রমিক হিসেবে তাদের আটক করা হয়েছিল। ঘুষের বিনিময়ে শ্রমিকদের ছেড়ে দেয়ার প্রস্তাব নিয়েই যান ওই বাংলাদেশি। পুলিশ কর্মকর্তা ও বাংলাদেশিকে গ্রেফতার করা হয় বাতু কেভসের তামান প্রিমা সিয়াইয়াং থেকে।

 

আপনার মতামত দিন