মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসী আটক

4
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৯৩ অবৈধ অভিবাসী আটক

মালয়েশিয়ায় অভিযান চালিয়ে ৯৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির পুলিশ।বৃহস্পতিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১২টার দিকে এই অভিযান চালানো হয় বলে জানিয়েছে দেশটি অভিবাসন অধিদপ্তরের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান। আজ শনিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্টার অনলাইন।

প্রতিবেদনে বলা হয়, আটককৃতদের বয়স চার মাস থেকে ৫৫ বছর পর্যন্ত। তাদের মধ্যে ইন্দোনেশিয়ায়, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল ও পাকিস্তানের নাগরিক রয়েছেন।

জাকারিয়া শাবান বলেন, ‘অভিযোগের ভিত্তিতে আমরা ১৮৯ জনের কাগজপত্র পরীক্ষা করি। এর মধ্যে ৯৩ জনের কোনো বৈধ নথি আমরা পাইনি। তারা অবৈধভাবে মালয়েশিয়ায় বসবাস করছিলেন।’

অনেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও সক্ষম হয়নি বলে জানিয়েছেন তিনি। এই কর্মকর্তারা বলেন, আটককৃতদের অভিবাসন ডিপোতে আটক রাখা হয়েছে। তাদের ব্যাপারে তদন্ত চলবে।

এ রকম আরও অভিযান চালিয়ে অবৈধ অভিবাসীদের আটক করা হবে বলে জানিয়েছেন অভিবাসন দপ্তরের শীর্ষ এই কর্তা।

আপনার মতামত দিন