মাদ্রাসার জমি উদ্ধার করলেন মাহবুবুর রহমান

251

দোহারের মেঘুলার স্থানীয় এক প্রভাবশালীর কাছ থেকে মেঘুলা আল জামিয়াতুল ইসলামীয়া ফজলে খোদা মাদ্রাসার ১০ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধারকৃত জমি মাদ্রাসা কতৃপক্ষকে বুঝিয়ে দেয়া হয়েছে। 

জানা যায়, মেঘুলার মোবারক বেপারী পরিবার দীর্ঘ দিন ধরে মাদ্রাসার জমি দখল করে টিনের বেড়া দিয়ে জবর দখল করে রেখেছিল।  এ ব্যাপারে তাদের কাছে বার বার জমি ফেরত চাইলে মাদ্রাসা কতৃপক্ষকে তারা জমির দখল না ছেড়ে এই জমি নিজেদের বলে দাবি করে।

পরবর্তীতে ঢাকা জেলা আওয়ামী লিগের সাধারন সম্পাদক ও দোহার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমানকে মাদ্রাসা কতৃপক্ষ ব্যাপারটা জানালে তিনি স্থানীয় জনসাধারন ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে টিনের বেড়া ও জমির সীমানা প্রাচীর ভেঙ্গে দেন এবং মাদ্রাসার কাছে জমির দখল বুঝিয়ে দেন। 

মেঘুলা আল জামিয়াতুল ইসলামীয়া ফজলে খোদা মাদ্রাসার মোহতামিম আবুল কালাম জানান, মোবারক বেপারীর তিন ছেলে এনায়েতুল্লাহ বেপারী, আসাদুল্লাহ বেপারী ও ওমর ফারুক বেপারী নিজেদের সম্পত্তি বলে এই জমি দখলে রেখেছিল। 

আপনার মতামত দিন