মাদক ব্যবসাকে কেন্দ্র করে দোহারে যুবককে কুপিয়ে হত্যা

1168

 

ঢাকার দোহারের বাবুডাঙ্গীতে মিন্টু শেখ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে উপজেলার বাবুডাঙ্গি এলাকায় এ ঘটনা ঘটে। মিন্টু শেখ উপজেলার আওলিয়াবাদ গ্রামের লাল মিয়া শেখের ছেলে। মাদক ব্যবসার আতিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে বলে জানায় স্থানীয়রা।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি মাদক ব্যবসা নিয়ে এলাকায় দু’পক্ষের মাদক বিরোধ চলছিল। বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে বাবুডাঙ্গি এলাকায় গেলে মিন্টু শেখকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে শুক্রবার সকালে বাবুডাঙ্গি এলাকার একটি বাঁশঝাড় থেকে থানা পুলিশ লাশ উদ্ধার করে থানা নিয়ে আসে।

 

দোহার থানার অফিসার ইনর্চাজ (ওসি) শেখ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার মতামত দিন