“মাইকেল” সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে

43
“মাইকেল” সিনেমার ফার্স্ট লুক প্রকাশ্যে

‘কিং অব পপ’ খ্যাত মাইকেল জ্যাকসনের জীবনী নিয়ে নির্মিত হতে যাচ্ছে বায়োপিক। সিনেমাটির নাম ‘মাইকেল’। চলতি মাসের ২২ জানুয়ারি থেকে শুরু হবে সিনেমাটির শুটিং। তবে ‘মাইকেল’ শিরোনামের এই ছবিতে পপ তারকার ফার্স্টলুক এবার প্রকাশ্যে এলো। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ম্যাগাজিন রোলিং স্টোন এ তথ্য জানায়।

রোলিং স্টোনের প্রতিবেদনে বলা হয়, জনপ্রিয় অ্যাকশন-থ্রিলার ফিল্ম ‘দ্য ইকুয়ালাইজার’ ট্রিলজির পরিচালক অ্যান্টনি ফুকো সিনেমাটি নির্মাণ করবেন। প্রযোজনায় রয়েছেন গ্রাহাম কিং। বায়োপিকে ‘মাইকেলের ভূমিকায় অভিনয় করছেন তারই ভাগ্নে জাফার জ্যাকসন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন জাফর। সাদাকালো সেই ছবিতে দূর থেকে মাইকেলকে দেখা যাচ্ছে। সেই চিরচেনা নাচের ভঙ্গিতে। ছবিটি ইতোমধ্যে ভক্তদের দৃষ্টি আকর্ষণ করেছে।

মূলত মাইকেলের ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয় তুলে ধরা হবে এই সিনেমায়। সব ঠিকঠাক থাকলে ২০২৫ সালে মুক্তি পাবে মাইকেল জ্যাকসনের এই বায়োপিক।

আপনার মতামত দিন