দোহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সংঘের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। র্যালিটি জয়পাড়া থানার মোড় থেকে শুরু করে কলেজ মোড়-ওয়ান ব্যাংক মোড় হয়ে কমরেড করম আলীর মোড়ে গিয়ে শেষ হয়। সমাবেশটি রতন ভাস্কর্যের সামনে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ইখলাস উদ্দিন সিকদার। পরিচালনা করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মশিউর রহমান উদ্যম। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দোহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সংঘের সহ-সভাপতি আতিকুল ইসলাম টিটু, সহ-সভাপতি সিরজন কারাল, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক হিরন মাদবর, দপ্তর সম্পাদক রুবেল হোসেন, সদস্য তারা মিয়া প্রমুখ। বক্তারা বলেন মহান মে দিবস হচ্ছে শ্রমিকদের ৮ ঘণ্টা শ্রম দিবস আদায়ের রক্তে রঞ্জিত বিজয়ের দিন। সারাবিশ্বের ন্যায় আমাদের দেশেও পালিত হচ্ছে ১৩২তম মহান মে দিবস। কিন্তু ১৩২ বছর পরেও আমাদের দেশের শ্রমিরা কাক ডাকা ভোর থেকে গভীর রাত পর্যন্ত হাড়ভাঙা পরিশ্রম করে। তাদের জন্য নেই কোনো নূ্যনতম মজুরি, কর্মক্ষেত্রে নিরাপত্তা, ঠিকমতো বেতন পাওয়ার নিশ্চয়তা। শ্রমিকদের উপর চলছে পুঁজির নির্মম শোষণ। এর থেকে পরিত্রাণ পেতে প্রয়োজন পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী সমাজ ব্যবস্থার পরিবর্তন। তাই মহান মে দিবস হচ্ছে পুঁজির নির্মম শোষণ উচ্ছেদের জন্য শ্রমিক শ্রেণীর দীপ্ত শপথের দিন।
মহান মে দিবস পুজির নির্মম শোষণ উচ্ছেদের দীপ্ত শপথের দিন- দোহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক সংঘের নেতৃবৃন্দ
আপনার মতামত দিন