মহাত্মা গান্ধী পুরস্কার -২০২০ পেলেন শামীমা রাহিম শিলা

277
শামীমা রাহিম শিলা

সামাজিক কল্যাণকর ও মানবতার সেবায় বিশেষ অবদান রাখায় ভারতের কলকাতায় অনুস্ঠিত সাউথ এশিয়া কালচারাল ফোরামের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এ্যাওয়ার্ড — ২০২০ পেলেন দোহার উপজেলা পরিষদের সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী শামিমা রাহিম শিলা।

শামীমা রাহিম শিলা

এই প্রতিক্রিয়ায় তিনি নিউজ৩৯ কে বলেন, যে কোন পুরস্কার অনুপ্রেরণাদায়ক। এই স্বীকৃতি নিঃসন্দেহে আগামীতে আরো কল্যাণমূলক কাজ করতে আমাকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে আরো এগিয়ে নিয়ে যাবে।

তার গুণগ্রাহী মোঃ বোরহান এই ব্যাপারে বলেন, এই সম্মাননা, এই সম্মান আমাদের জন্য গর্ববোধের। পাশাপাশি আমাদেরকে আনন্দিত করেছে। তাই দোহার বাসীর পক্ষ থেকে এই মানবতার দূতকে শুভেচ্ছা ও অভিনন্দন, তিনি দীর্ঘজীবি হউন।

শামীমা রাহিম শিলা

আপনার মতামত দিন