মন্ত্রী হচ্ছেন সালমান এফ রহমান; আশা পুরন হচ্ছে দোহার-নবাবগঞ্জ বাসীর

5690
সালমান এফ রহমান

সব কিছু ঠিক থাকলে দুই থেকে তিন দিনের মাঝেই পূর্ন মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও বিশিষ্ট শিল্পপতি বেক্সিমকোর ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান এমপি। জ্বালানী মন্ত্রণালয়ের পূর্ণমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে সচিবালয়ের জোর গুঞ্জন। যদি তিনি মন্ত্রনালয়ের দায়িত্ব না পান তাহলে পূর্ণ মন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পদে নিয়োগ পাচ্ছেন। আজ সোমবার ৭ জানুয়ারী বিষয়ে সরকারি আদেশ জারি হতে পারে। বর্তমানে তিনি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা পদে নিয়োজিত আছেন।

সালমান এফ রহমান প্রথমবারের মতো ঢাকা-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হয়েছেন। তিনি এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি।

আপনার মতামত দিন