একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মটরগাড়ি (কার) প্রতীক নিয়ে নির্বাচন করছেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য, সাবেক মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম। সোমবার বেলা ১১টার দিকে সালমা ইসলামের অভিপ্রায় অনুযায়ী জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান তাকে মটরগাড়ি প্রতীক বরাদ্দ দেন। এ সময় সালমা ইসলামের পক্ষে যমুনা গ্রুপের পরিচালক (হিসাব) শেখ মোহাম্মদ আবদুল ওয়াদুদ, মনোনয়ন প্রস্তাবক মো. ইফতেখার হোসেন তন্ময় ও সমর্থনকারী সৈয়দ আবদুল হাসিব উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, নিয়মানুযায়ী প্রার্থীর পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। ঢাকা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম মটরগাড়ি প্রতীক পেয়েছেন।

পুরান ঢাকায় জেলা প্রশাসকের কার্যালয়ে সকাল সাড়ে ১০টা থেকে ঢাকা জেলার পাঁচটি আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দের কাজ শুরু হয়। প্রথমেই ঢাকা-১ আসনের প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। এ আসনে স্বতন্ত্র প্রার্থী সালমা ইসলাম ছাড়াও সাতজন বিভিন্ন প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এর আগে ২ ডিসেম্বর ঢাকা জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সালমা ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

অন্য খবর  করোনায় মারা গেলেন নুরুল ইসলাম বাবুল

তিনি দশম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হন।

আপনার মতামত দিন