ভয়েস৩৯-এর শীতবস্ত্র বিতরণ শুরু

288

নিউজ৩৯-এর পাঠক ফোরাম ভয়েস ৩৯ এর উদ্যোগে দোহারে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। গত ৩১ ডিসেম্বর ভয়েস৩৯ বিতরণের উদ্দেশ্যে জনসাধারণের কাছ থেকে শীতবস্ত্র ও অর্থ সংগ্রহ শুরু করে। এই কাজে মানুষের কাছ থেকে আশাতীত সাড়া পাওয়া গেছে।

গত ৫ জানুয়ারী থেকে দোহারের ইসলামপুর থেকে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু করে ভয়েস৩৯। এরপর ৭ জানুয়ারী মেঘুলায় শীতবস্ত্র বিতরণ করা হয়। আজকে ভয়েস৩৯ বিলাসপুর এলাকায় শীতবস্ত্র বিতরণ করছে।

এই কাজে ভয়েস৩৯ সদস্য ও নিউজ৩৯ এর সাংবাদিকরা ব্যস্ত থাকায় সম্প্রতি নিউজ৩৯ এর সংবাদপ্রবাহ কমে গেছে। সম্পাদক জানিয়েছেন বিতরণ শেষে আবার স্বাভাবিক প্রবাহে ফিরবে নিউজ ৩৯।

আপনার মতামত দিন