ভাবিকে ধর্ষণের দায়ে দেবরের ফাঁশি: ২ জনের যাবজ্জীবন

311

দোহার থানার জয়পাড়ায় ভাবীকে অপহরণ ও ধর্ষণ করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ১ জনকে মৃত্যুদন্ড ও ২ জনকে যাবজ্জীবন সশ্রম কারাদ দেয়া হয়েছে। গতকাল ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক তানজীনা ইসমাঈল এক জনাকীর্ণ আদালতে এই দন্ডাদেশ দেন।

রায়ে মৃত্যুদণ্ড দেয়া আসামি হলো দোহার থানার ওমর আলী বেপারীর ছেলে মো: আলমগীর। এ ছাড়া যাবজ্জীবন প্রাপ্তরা হলো: রিপন ও মিলন। এদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে আরো ১ বছরের কারাভোগের আদেশ দেয়া হয়েছে। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ পিপি আলী আসগর স্বপন।

মামলার বিবরণে প্রকাশ, ২০০৬ সালের ১৪ জুলাই দোহার থানার জয়পাড়া গ্রামের গৃহবধূর স্বামী বিদেশে থাকায় রিকশায় ডাক্তারের কাছে যাচ্ছিলেন। উল্লিখিত আসামীরা পথে জোরপূর্বক তাকে রিকশা থেকে অপহরণ করে নিয়ে যায় এবং গণধর্ষণ করে তাকে হত্যা করে। এ ঘটনায় দোহার থানায় মামলা করা হয়।

আপনার মতামত দিন