বিলাশপুরে পদ্মায় বয়াতীর রহস্যজনক মৃত্যু

220

ফয়েজ ইমরান, নিউজ৩৯.নেট ♦ মঙ্গলবার সকাল ১০টায় দোহার উপজেলার বিলাশপুরে পদ্মায় এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ১৮ বছর। সে পেশায় একজন বাউল শিল্পী।

প্রত্যক্ষদর্শী ও দোহার থানা সূত্রে জানা যায়, সোমবার রাতে গোবিন্দপুরে জুনু শেখের বাড়ীতে গান করার জন্য সে নারায়ণগঞ্জ থেকে দোহারে আসে। সারারাত গান শেষ করে সে বিলাশপুরে নদীতে গোসল করতে নামলে ডুবে যায়। এরপর উপস্থিত লোকজন তার খোজ করেও উদ্ধার করতে না পারলে তারা স্থানীয় প্রশাসনকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরী দল এসে তার মৃতদেহ উদ্ধার করে। মঙ্গলবার রাত ১০টায় এই রিপোর্ট লেখা পর্যন্ত তার লাশ দোহার থানায় ছিল। তার পিতার নাম মো. মাসুদ। 

আপনার মতামত দিন