ব্লাড ডোনেশন এসোসিয়েশন: প্রতিষ্ঠাতা: সভাপতি মাজহারুল ইসলাম

22

ব্লাড ডোনার্স এসোসিয়েশন মিটিং ও আলোচনা সভার মাধ্যমে রক্তের প্রচার কার্যক্রম করে যাচ্ছে।

মানুষের কল্যাণে তারা প্রতিদিন অগনিত ডোনার দিয়ে যাচ্ছে এবং নবাবগঞ্জ মুক্তি ক্লিনিক তাদের মানবতার সেবায় সব সময় পাশে পাওয়ার জন্য সম্মাননা স্বারক দিয়ে ধন্যবাদ জানায়।

 

ইনশা-আল্লাহ, আর নয় রক্তের হা-হা কার। আশাকরি, নবাবগঞ্জের মানুষদের টাকা দিয়ে রক্ত কিনতে হবে না। কোনো দালাল ছাড়াই বিনামূল্যে যে কোন সময় রক্ত পেয়ে যাচ্ছেন।

ব্লাড ডোনেশন এর প্রতিষ্ঠাতাঃ সভাপতি মাজহারুল ইসলাম মোস্তফা ও তার সাথে আরও ১৫ জন কাজ করে যাচ্ছে।

ব্লাড ডোনেশন এসোসিয়েশন:

প্রতিষ্ঠাতাঃ সভাপতি মাজহারুল ইসলাম মোস্তফা

১.মোহাম্মদ সিয়াম- admin

২.আদিল শিকদার admin

৩.আরিন আক্তার রিয়া

৪.বিপুল আহমেদ

৫.হাফেজ আহমেদ

৬.নাইম দেওয়ান

৭.আবির

৮.সুহাব

৯.মোঃ ইনাম আহমেদ

১০.মোঃজিহাদ আহমেদ

১১.মোঃ আসিফ

১২.শেখ সামরিতা

১৩.সিফাত আহমেদ

১৪.ওয়াহিদ

১৫.শাহিন

১৬.রনি

 

 

আপনার মতামত দিন